নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের কাচপুরে ২০ দলীয় জোটের শনিবারের জনসভাকে কেন্দ্র করে তীব্র যানজট দেখা দিয়েছে। জেলার মুগড়াপাড়া চৌরাস্তা থেকে চানারপাড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় সৃষ্ট যানজটে জনসাধারণকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে।
জনসভাকে কেন্দ্র করে মুগড়াপাড়া চৌরাস্তা, লাঙ্গলবন, কেউগালা, মদনপুর, কাঁচপুর চৌরাস্তা, ডেমরা, চিটাগংরোড, মৌচাক, চাইনবোর্ড, চানারপাড় ও নরসিংদী রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
যানজট নিরসনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, ট্রাফিক পুলিশ ও দলীয় নেতাকর্মীরা ভূমিকা রাখলেও তাদেরকে হিমসীম খেতে হচ্ছে।
জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন।