ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বিজয় দিবসের কর্মসূচী ঘোষণা

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৩, ২০১৪ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিজয় দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে নানা কর্মসূচি

Victory Dayনিজস্ব প্রতিবেদক : ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপি নানা কর্মসূচি হাতে নিয়েছে বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি।
শনিবার দুপুর সোয়া ১টায় রাজধানীর শাহবাগ চত্বরে বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপি কর্মসূচি ঘোষণা করেন কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারাকাত।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে নারী পুরষ নির্বিশেষে আপামর জনগণের অংশগ্রহণসহ এদেশের মানুষের আকাঙ্ক্ষা, বৈষম্যহীন অর্থনীতি, সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা, ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা স্মরণ করে আমরা ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করি।’
বিজয় দিবসে দিনব্যাপি কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, ‘গত বছরের ন্যায় এবারও বিজয় দিবস উদযাপন করতে আমরা দিনব্যাপি কর্মসূচি হাতে নিয়েছি। দুপুর ১২টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন অ্যামিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। এরপর ১২টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আমাদের সংস্কৃতি’। ৪টা ৩১ মিনিটে সারা বিশ্বব্যাপি সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন। ৪টা ৪৫ মিনিটে শপথ পাঠ। শপথ পাঠ করাবেন জাতীয় সংগীতের গীতিকার আব্দুল গফফার চৌধুরী। ৪টা ৪৭ মিনিট থেকে ৫টা ১৫ পর্যন্ত স্বাধীন বাংলা বেতারের শিল্পীদের কণ্ঠে মুক্তিযুদ্ধের গান পরিবেশন। ৫টা ২০ মিনিটে বিজয় আতশবাজী। সবশেষে ৫টা ৪০মিনিটে ‘কনর্সাট ফর ফ্রিডম’ অনুষ্ঠিত হবে।’
এবারের কর্মসূচিতে নতুন কিছু যোগ করা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার নতুন কিছু যোগ করা হয়নি। তবে গত বছর সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে ‘আত্মসমর্পণ’ বিষয়ে একটি নাটক ছিল এবার এই কর্মসূচিটি নেই।’
সেক্টর কমান্ডার্স ও গতবারের বিজয় দিবস উদযাপন কমিটির উপদেষ্টা একে খন্দকার এবার নেই কেন জানতে চাইলে তিনি বলেন, ‘একে খন্দকার না থাকার দুইটি কারণ আছে। একটি প্রধান আরেকটি অপ্রধান কারণ। প্রধান কারণটি হচ্ছে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে যে বইটি লিখেছেন, সেখানে যে ইতিহাস তুলে ধরেছেন তার সাথে অনেকে এক মত নয়। আরেকটি তার শারীরিক বিষয়।’
সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন- নারী নেত্রী খুশী কবির, বীরমুক্তিযোদ্ধা ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিনী, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ।