নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শনিবার নারায়ণগঞ্জের কাঁচপুরে সমাবেশের আয়োজন করেছে। জোটের সমাবেশের দাবি বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিরোধ, গুম-খুন-হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলেও ভিন্ন দাবি নিয়ে এসেছে জোটের শরিক জামায়াতে ইসলামী। তারা যুদ্ধাপরাধীদের মুক্তি চায়। আটককৃত নেতাকর্মীদের মুক্তি না দিলে সারা দেশে দাউ দাউ করে আগুন জ্বলবে বলে হুমকিও দিয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
যুদ্ধাপরাধী দলীয় শীর্ষ নেতাদের মুক্তির দাবি সম্বলিত কয়েক হাজার ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে সজ্জিত হয়ে সমাবেশে এসেছেন প্রায় কয়েক হাজার জামায়াত-শিবির নেতাকর্মী। এছাড়া সমাবেশের দাবি সম্বলিত কোনো ব্যনার, ফেস্টুন দেখা যায়নি তাদের হাতে।
তাছাড়া জোটের অন্য কোনো দলের নেতাকর্মীদের খুব একটা দেখা যায়নি।
অন্যদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের কারো কারো হাতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হলেও বেশিরভাগ নেতাকর্মীর হাতে ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি।
কাচপুরে তাকে অভিনন্দিত করে এসব ব্যানার ছাড়াও বিএনপির নেতাকর্মীরা ঢোল, তবলা, মিউজিক ট্রাকসহ সমাবেশ স্থলে রয়েছে। রয়েছে বিএনপির নির্বাচনি প্রতীক ধানের শীষও।
সকাল সাড়ে ১০টা থেকে বিএনপির নেতাকর্মীরা কাচপুর ব্রিজসংলগ্ন বালুর মাঠে সমাবেশস্থলে হাজির হতে থাকলেও জামায়াতের নেতাকর্মীরা আসেন দুপুর ১টার দিকে। মঞ্চের পশ্চিম কর্ণারে এসে জমা হতে থাকেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসময় যুদ্ধাপরাধীদের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের মুক্তির
দাবিতে মোনাজাত পরিচালনা করেন সোনারগাঁও জামায়াতের এক নেতা।
সমাবেশস্থলে জামায়াতের নেতাকর্মীরা হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন। ব্যানার, প্ল্যাকার্ডে ছিল যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত আমির মতিউর
রহমান নিজমী, সেক্রেটারি আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ অন্য নেতাদের ছবি।