আন্তর্জাতিক ডেস্ক : বরাবরই ভারতের ভালো বন্ধু রাশিয়া। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়াদিল্লি সফরে দু দেশের হৃদ্যতা আরো গাঢ় হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
তবে মস্কোর সঙ্গে মোদি সরকারের এই সখ্যতা প্রেসিডেন্ট বারাক ওবামার আসন্ন ভারত সফরের ওপর কোনো প্রভাব ফেলবে না। মার্কিন পররাষ্ট্র মুখপাত্রের বরাত দিয়ে শনিবার এ খবর জানিয়েছে এনডিটিভি।
শুক্রবার এ বিষয়ে মার্কিন মুখপাত্র জেন পাসক’কে প্রশ্ন করা হলে তিনি বলেন,‘ ভারত এখনো আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। তাই পুতিনের এ সফরের কারণে ওবামার ভারত সফরের পরিকল্পনায় কোনো রদবদল ঘটবে না ‘
আগামী ২৬ জানুয়ারী ভারতের জাতীয় প্রজাতান্ত্রিক দিবসের প্যারডে ওবামাকে প্রধান অতিথি করার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ আমন্ত্রণ গ্রহণ করেছেন ওইদিন মার্কিন প্রেসিডেন্ট। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি ভারতে এ ধরণের সম্মান পেতে যাচ্ছেন।
এ সম্পর্কে পাসাকি বলেন,‘ভারত আমাদের অর্থনীতির একটি বড় অংশীদার এবং আমরা একসাথে কাজ করতে বদ্ধ পরিকর।’
পুতিনের এই সফরের সময় অবকাঠামো, প্রতিরক্ষা এবং পরমাণু বিষয়ের ওপর ভারত- রাশিয়া বেশ কিছু চুক্তি স্বাক্ষর করেছে বলে খবর পাওয়া গেছে।