ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

চীনে বিয়ের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত নিষিদ্ধ

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৩, ২০১৪ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

4আন্তর্জাতিক ডেস্ক : চীনে সব ধরনের অরাজনৈতিক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সে দেশে বিয়ে, অন্ত্যেষ্টিক্রিয়া এবং বাণিজ্যিকসহ বিভিন্ন অরাজনৈতিক অনুষ্ঠানে গণহারে জাতীয় সঙ্গীত ব্যবহারের চল ছিল।
এই নতুন আইনের আওতায় প্রধান প্রধান রাজনৈতিক এবং কূটনৈতিক অনুষ্ঠানেই কেবল এটি ব্যবহার করা যাবে। তবে স্কুলের অ্যাসেম্বলি এবং খেলাধূলার উদ্বোধনী অনুষ্ঠানে আগের মতই জাতীয় সঙ্গীত ব্যবহার করা যাবে বলে বিবিসি জানিয়েছে।
চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া আরো জানিয়েছে, যারা নতুন এ আইন লঙ্ঘণ করবে তাদেরকে ‘ভৎসর্না বা সমালোচনা ’ করা হবে। তবে তাদেরকে কীভাবে সমালোচনা করা হবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
প্রসঙ্গত, চীনের জাতীয় সঙ্গীত ‘দা মার্চ অব ভলান্টারিজ’ নামে সুপরিচিত।