ঢাবি প্রতিনিধি : আগামীকাল রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে: সকাল সাড়ে ৬টায় উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত এবং সকাল ৭টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনস্থ কবরস্থান, জগন্নাথ হল প্রাঙ্গনস্থ স্মৃতিসৌধ ও বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পপস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা, সকাল ১১টায় উপাচার্যের সভাপতিত্বে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে হবে আলোচনা সভা।
এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদ ও উপাসানলয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত হবে দোয়া ও প্রার্থনা।
এছাড়াও আজ রাত ১১টা ৫৯মিনিটে ফজলুল হক মুসলিম হল আয়োজন করেছে আলোক শিখা প্রজ্জলন ও তথ্যচিত্র প্রদর্শনীর।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত থাকবেন।