ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

‘লাইক’ ব্যবসার বিরুদ্ধে নামছে ফেসবুক

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৩, ২০১৪ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

facebook02
তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুকে যারা ভুয়া লাইক ব্যবসা করেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ক্যালিফোর্নিয়ায় এক প্রশ্ন উত্তর অনুষ্ঠানে এ কথা জানান।
তিনি বলেন, ফেসবুকে অনেক বানোয়াট লাইক দেয়ার যে অভিযোগ রয়েছে, তা খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
যারা লাইক ব্যবসা করেন তাদের ‘লাইক খামার’ অভিহিত করে মি. জুকারবার্গ বলেন, এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছি।
ওই অনুষ্ঠানে তিনি লাইক আনলাইকের পাশাপাশি ডিসলাইক নিয়েও কথা বলেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, কারও মৃত্যু সংবাদে যেমন লাইক দেয়া যায় না, আবার আনলাইকও দেয়া ভালো দেখায় না। কিন্তু তার দুঃখ পাওয়ার অনুভূতিটি যেন সহজে প্রকাশ করতে পারে, সে বিষয়টি ভাবা হচ্ছে।