নিজস্ব প্রতিবেদক : ‘সবুজ পণ্য উৎপাদনে সহায়ক প্রতিষ্ঠানগুলোকেও বাংলাদেশ ব্যাংক রেয়াতি ঋণ (৪ শতাংশ সুদে) দিতে আগ্রহী’ বলে জানিয়েছেন ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
শনিবার দুপুর রাজধানীর সিরডাপ মিলনায়তনে নিওস্টার্ট ইনোভিয়েশন আয়োজিত ‘গ্রিন ফাইন্যান্স ফর সাসটেইনেবল ডেভেলোপমেন্ট’ শীর্ষক এক সেমিনারে এ কথা জানান তিনি।
ড. আতিউর রহমান বলেন, ‘খাদ্যশস্য চাষাবাদের জন্য কৃষকরা মাত্র ৪ শতাংশ রেয়াতি সুদে ঋণ পেয়ে থাকে। ফলে উৎপাদন বেড়ে যাওয়ায় খাদ্যে বৈদেশিক নির্ভরতা কমছে। এখন আর ঈদ-পুজোয় আদা, রসুন, পেঁয়াজের মতো খাদ্যশস্যের দাম হঠাৎ করে বেড়ে যায় না। তাই বাংলাদেশ ব্যাংক সবুজ পণ্য উৎপাদনে সহায়ক প্রতিষ্ঠানগুলোকেও একই হারে ঋণ দিতে আগ্রহী।’
তিনি বলেন, ‘সবুজ পণ্য উৎপাদনের সহায়ক প্রতিষ্ঠানগুলো যদি আবেদন করে তাহলে অর্থমন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ ব্যাংক তাদেরকেও ৪ শতাংশ সুদে ঋণ প্রদানের ব্যবস্থা নেবে।’
গভর্নর বলেন, ‘৪ শতাংশ সুদে ঋণ প্রদান করলে প্রতিষ্ঠানগুলো সবুজ পণ্য উৎপাদনে আরো উৎসাহিত হবে। এতে করে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতির গতি ত্বরান্বিত হবে।’
আতিউর রহমান বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনী সবুজ পণ্য উৎপাদনে সহায়তা করে দেশের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বড় ভূমিকা পালন করতে পারে।’
তিনি বলেন, ‘আমরা এখন গ্রিন ব্যাকিং ব্যবস্থায় অবস্থান করছি। গ্রিন ব্যাকিংয়ের গুরুত্ব যদি আমরা ব্যাপক আকারে সচেতন করতে পারি তাহলে তা পরিবেশ সহায়ক এবং জলবাযু পরিবর্তন মোকবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সেমিনারে বক্তারা বলেন, পরিবেশ ও জলবায়ু মোকাবেলায় সবুজায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সবুজ পণ্য উৎপাদনে অর্থায়নের প্রয়োজন।
এ সময় বক্তারা উদ্ভাবনী সবুজ পণ্য উৎপাদনে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
সেমিনারে উপস্থিত ছিলেন সবুজায়ন সহায়ক প্রতিষ্ঠান এনার্জিপ্যাক ইলেকট্রনিক্স লিমিটেডের সিইও নুরুল আক্তার, রহিমাফরোজ রিনিউএবল এনার্জি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মনোয়ার মিজবাহ মঈন, নিওস্টার্ট ইনোভিয়েশনের সিইও এডওয়ার্ড অপূর্ব সিংহ প্রমুখ।