স্পোর্টস ডেস্ক : শোকের চাদরে মুড়ে মাঠে গড়িয়েছিল অ্যাডিলেড টেস্ট। ফিল হিউজের অকাল প্রয়াণের কষ্ট বুকে নিয়ে। সেজন্য স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের চোখ-মুখে রাজ্যের বিষন্নতা জমা হয়েছিল। তবে ওভালে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে ক্রিকেটের চরম নাটকীয়তা ও রুদ্ধশ্বাস উত্তজনা সেই দুঃখ-প্লাবনকে থামিয়ে দেবে এ কথা নিশ্চিত করেই বলা যায়।
বিশেষত ভারতের মুখের গ্রাস কেড়ে নিয়ে স্বাগতিকদের ৪৮ রানের ওমন জয় পাওয়ার পর। রঙ ছড়ানো এই টেস্টে ভারতের হয়ে যেমন ঢাল ধরেছিলেন বিরাট কোহলি, তেমনি অস্ট্রেলিয়ার নাথান লিওন। আলোচিত টেস্টটিতে ১২টি উইকেট নিয়ে ম্যাচের মূল নিয়ন্ত্রক অসি স্পিনারই।
শনিবার-সহ ভারতের বিপক্ষে তিন তিনবার পাঁচ বা ততোধিক উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন লিওন। ২০১১-১৪ সালের মধ্যে এই নজির দেখান ডানহাতি স্পিনার। তিনি ছাড়া অস্ট্রেলিয়ার আরেক বোলার অ্যাশলি মেনেটও টিম ইন্ডিয়ার বিপক্ষে তিনবার পাঁচ উইকেট নেন।
এক্ষেত্রে উপমহাদেশের দেশটির বিপক্ষে পাঁচ পাঁচবার পাঁচ উইকেট নিয়ে তালিকার সমবার ওপরে রিচি বেনার্ড। নিউ সাউথ ওয়েলশের গুগলি বোলার ১৯৫৬-৬০ সালে ওই কীর্তিটি গড়েছিলেন। সেই তুলনায় কিংবদন্তি শেন ওয়ার্ন বেশ পেছনে। পাঁচ দিনের ক্রিকেটে তিনি ভারতের বিপক্ষে মাত্র একবার পাঁচ উইকেট শিকার করেছিলেন।