স্পোর্টস ডেস্ক : এবারের ব্যালন ডি’অর লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে ভাগাভাগি করে দেয়া উচিত বলে মনে করছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ডেনিস ল।
একমাত্র স্কটিশ হিসেবে ইউরোপিয়ান ফুটবলার অব দ্য ইয়ার খেতাব জেতা খেলোয়াড় বিশ্বজয়ী ম্যানুয়েল ন্যুয়ারেরও প্রশংসা করছেন। বিশেষ করে বিশ্বকাপে জার্মানির হয়ে ম্যানুয়েলের অনবদ্য পারফরম্যান্স ভুলে যাননি ৭৪ বছর বয়সী ফুটবলার। কিন্তু তারপরও পুরস্কারের জন্য মেসি-রোনালদোর পাতেই ভোট এই কিংবদন্তির। কিন্তু কোনো একজনকে সমর্থন করছেন না তিনি। বরং ল-এর চাওয়া ১২ জানুয়ারি মেসি ও রোনালদো উভয়কেই ভাগ করে দেয়া হোক।
এবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের খেতাব ব্যালন ডি’অর-এর জন্য বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বায়ার্ন মিউনিখের জার্মান স্টপার ম্যানুয়েল ন্যুয়ারকে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান দিয়েছে। এই ত্রয়ীর মধ্যে রোনালদো গেল মৌসুম ও এই মৌসুমে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন। লা লিগায় ১৪ ম্যাচেই ২৫ গোল করেছেন সিআরসেভেন। তবে বিশ্বকাপে তার দল পর্তুগালের ভরাডুবি হয়েছে। অন্যদিকে মেসি ইনজুরি আক্রান্ত গেল মৌসুমে নিজের সোনালী ফর্ম হারিয়ে খুঁজেছন। তবে বিশ্বকাপে তার দল আর্জেন্টিনার ফাইনাল ওঠাতে গুরু দায়িত্ব পালন করেছেন ফুটবলের ক্ষুদে যাদুকর। তালিকার বাকি সদস্য ন্যুয়ার জার্মানির বিশ্বকাপজয়ী দলের সদস্য। বায়ার্নকে লিগ জেতাতেও বড় ভূমিকা আছে এই স্টপারের।
তবে ল-এর দৃষ্টিত এই ত্রয়ীর মধ্যে পুরস্কারের মূল দাবিদার রোনালদো আর মেসি। বিষয়টি নিয়ে রেড ডেভিল কিংবদন্তি বলেন, ‘মেসি আর রোনালদো আসাধারণ। আমার দেখা সর্বকালের সেরা দুজন। সেজন্য এই দুজনকে আলাদা করতে পারিনা আমি। আমার ভালো লাগবে যদি মেসি আর রোনালদোর মাঝে ব্যালন ডি’অর ভাগাভাগি করে দেয়া হয়। তারা উভয়েই অসাধারণ। আর তাদের দুজনকে আলাদা করাও কঠিন। মেসির কথা ভাবুন। তার ওই শারীরিক উচ্চতা আর গঠন নিয়ে প্রত্যেকদিন কতো ট্যাকল সহ্য করতে হয়। তার বড় ভক্ত আমি। এবার রোনালদোর দিকে তাকান। কী শারীরিক সামর্থ্য তার। এক কথায় সে অবিশ্বাস্য।’