স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে হয়তো আর বাইশ গজে দেখা যাবে না অসি অধিনায়ক মাইকেল ক্লার্ককে। অ্যাডিলেডে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের প্রথম দিন পিঠের ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয়েছিল অস্ট্রেলিয়ার অধিনায়ককে। ইনজুরির যে অবস্থা, তাতে আগামী বিশ্বকাপেই তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে সংশয়। আর বিশ্বকাপে যদি খেলতে না পারেন তাহলে ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিতে পারেন তিনি!