বিনোদন ডেস্ক : সৈকত নাসির পরিচালিত ‘দেশা-দ্য লিডার’ ছবির কয়েকটি রাজনৈতিক সংলাপ নিয়ে আপত্তি তুলেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। এ কারণে সংলাপ সংশোধন করে পুনরায় ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে।
জাজ মাল্টিমিডিয়া প্রয়োজিত ‘দেশা- দ্য লিডার’ ছবিটি গত ২৬ নভেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। কিন্তু সেন্সর প্রদশর্নীর দীর্ঘসূত্রিতার কারণে ১২ ডিসেম্বর প্রথম দফায় ছবির মুক্তি পিছিয়ে যায়। এরপর জটিলতা কাটিয়ে গত ৮ ডিসেম্বর সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়। কিন্তু বোর্ড সদস্যরা ছবিটির কয়েকটি সংলাপ নিয়ে আপত্তি তোলেন। মূলত বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে বেশ কিছু রাজনৈতিক সংলাপ রয়েছে।
এ বিষয়ে পরিচালক বলেন, ‘সেন্সরে ছবিটি প্রদর্শনের পর বোর্ড সদস্যরা কয়েকটি সংলাপ নিয়ে আপত্তি তোলেন। এ কারণে সংলাপ সংশোধন করে গত বুধবার পুনরায় ছবিটি জমা দেয়া হয়েছে।
এদিকে আগামী রোববার ‘দেশা- দ্য লিডার’ ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেতে পারে বলে জানিয়েছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ ছবি হিসেবে মুক্তি পেতে পারে ‘দেশা- দ্য লিডার’