ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কাটা পড়লো দেশার রাজনৈতিক সংলাপ

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৩, ২০১৪ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

Desha
বিনোদন ডেস্ক : সৈকত নাসির পরিচালিত ‘দেশা-দ্য লিডার’ ছবির কয়েকটি রাজনৈতিক সংলাপ নিয়ে আপত্তি তুলেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। এ কারণে সংলাপ সংশোধন করে পুনরায় ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে।
জাজ মাল্টিমিডিয়া প্রয়োজিত ‘দেশা- দ্য লিডার’ ছবিটি গত ২৬ নভেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। কিন্তু সেন্সর প্রদশর্নীর দীর্ঘসূত্রিতার কারণে ১২ ডিসেম্বর প্রথম দফায় ছবির মুক্তি পিছিয়ে যায়। এরপর জটিলতা কাটিয়ে গত ৮ ডিসেম্বর সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শিত হয়। কিন্তু বোর্ড সদস্যরা ছবিটির কয়েকটি সংলাপ নিয়ে আপত্তি তোলেন। মূলত বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে বেশ কিছু রাজনৈতিক সংলাপ রয়েছে।
এ বিষয়ে পরিচালক বলেন, ‘সেন্সরে ছবিটি প্রদর্শনের পর বোর্ড সদস্যরা কয়েকটি সংলাপ নিয়ে আপত্তি তোলেন। এ কারণে সংলাপ সংশোধন করে গত বুধবার পুনরায় ছবিটি জমা দেয়া হয়েছে।
এদিকে আগামী রোববার ‘দেশা- দ্য লিডার’ ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেতে পারে বলে জানিয়েছেন পরিচালক। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ ছবি হিসেবে মুক্তি পেতে পারে ‘দেশা- দ্য লিডার’