বিনোদন ডেস্ক : দক্ষিণ এশিয়ার ফিল্ম বাজারে সেরা প্রজেক্টের পুরস্কার জেতার পর মোস্তফা সরয়ার ফারুকীর পরবর্তি ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে ২৫ হাজার ডলার পেয়েছে। বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এ পুরস্কার ঘোষণা করা হয়।
‘পিঁপড়াবিদ্যা’ পর ‘নো ল্যান্ডস ম্যান’ নামে নতুন একটি ছবি বানানোর পরিকল্পনা করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আর এ ছবিটিই এবার অ্যাপসা ও মোশন পিকচার্সের যৌথ উদ্যোগে আয়োজিত এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে ২৫ হাজার মার্কিন ডলার স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট পুরস্কার পেয়েছে।
অ্যাপসা ও মোশন পিকচার্স প্রতি বছর নির্মানাধীন চারটি ছবিকে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট পুরস্কার দেয়। এ জন্যে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও দুটি প্রামাণ্যচিত্রকে নির্বাচন করা হয়। এবার ১০০টি প্রজেক্টের মধ্যে পুরস্কৃত চারটি প্রজেক্টের একটি হলো ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’।
এদিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে ফারুকীর পাশাপাশি ইরানের বিখ্যাত পরিচালক জাফর পানাহি ‘ফ্লাওয়ার’ ছবির জন্য একই পুরস্কার পেয়েছেন।
উল্লেখ্য, ফারুকী তার ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিতে কারা অভিনয় করবেন, কোথায় এবং কবে থেকে শুটিং শুরু হবে, তা চমক হিসেবে রাখতে চাচ্ছেন বলে জানা গেছে।