ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৪, ২০১৪ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

খুন আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা 140081918315 e1409638120125বাগেরহাটের মোরেলগঞ্জে মোজাম্মেল হোসেন ওরফে মোজাম সিকদার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত মোজাম্মেল হোসেন সিকদার মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জিউধরা গ্রামের হাসেম আলী সিকদারের ছেলে।

নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে জিউধরা মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার ওপর ফেলে রেখে যায়। পরে তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল সিকদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

নিহতের শরীরে একধিক কোপের চিহ্ন রয়েছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।