খুলনা প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামে ব্যবসায়ী লক্ষীকান্ত মণ্ডলকে (৩৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী লক্ষীকান্ত সেনহাটি গ্রামের নথুরাম মণ্ডলের ছেলে। তিনি কাঠের ব্যবসা করেন।
স্থানীয়রা জানান, লক্ষীকান্ত বুধবার রাতে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে দ্রুত স্থান ত্যাগ করেন।
লক্ষীকান্তকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাবিউল হোসেন জানান, সেনহাটি এলাকায় লক্ষীকান্ত মণ্ডল নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।
পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান তিনি।