আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের নিরাপত্তারক্ষী বাহিনী, আল কায়েদার বেশ কয়জন সশস্ত্র সদস্যকে হত্যা করেছে বলে দাবি করেছে। আল কায়েদার সদস্যরা বোরকা পরিহিতা নারীর বেশ ধরে সৌদি সীমান্ত পার হতে চলেছিলেন বলে জানিয়েছেন তারা।
সাধারণত ইয়েমেনের বহু নারী সীমান্ত পথে সৌদি আরবে পাড়ি জমান, সীমান্ত চৌকিতে কোন তল্লাশির মুখোমুখি তাদের হতে হয় না। ইয়েমেনের তল্লাশী চৌকির নিরাপত্তাকর্মীরা জানান, বোরকা পরিহিতা নারীদের বহনকারী একটি গাড়ি উত্তর ইয়েমেনের হাওদা সীমান্তে এলে, নিয়মমাফিক তল্লাশির জন্যে তাদের থামানো হয়। হঠাৎ নারীর বেশধারী আল কায়েদার সদস্যদের একজন রক্ষীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তখনই বেরিয়ে পড়ে থলের বেড়াল। ইয়েমেনের নিরাপত্তারক্ষীরাও তাদের দিকে তৎক্ষণাৎ গুলি ছুড়তে শুরু করেন। এতে মারা পড়েন গাড়ির আরোহীরা।
তবে কতজনকে হত্যা করা হয়েছে, তা নিয়ে চলছে পরষ্পরবিরোধী তথ্যবিনিময়। নিরাপত্তারক্ষীদের কেউ কেউ জানিয়েছেন, তিনজনকে হত্যা করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন, সংখ্যাটি তিন নয়, বরং পাঁচ।
দেশটির দক্ষিণ এবং পূর্বাংশের উল্লেখযোগ্য অংশ নিজেদের দখলে এনেছে আল কায়েদার আরব উপদ্বীপ শাখার একটি অংশ। যে কারণে সশস্ত্র সংগঠনটির দিকে জোর নজরদারি পরিচালিত হয়েছে, যদিও অস্থিতিশীলতা রক্ষায় হিমশিম খেতে হচ্ছে ইয়েমেনী সরকারকে।