নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ কেমন ইন্টারনেট প্রত্যাশা করে সেসব কথা শুনবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত ইন্টারনেটের সমস্যা-সম্ভাবনা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘কেমন ইন্টারনেট চাই’ শীর্ষক সংলাপ। যৌথভাবে এ সংলাপের আয়োজন করেছে আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) ও এক্সপো মেকার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী পলক। আর অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরেমশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি শামীম আহসান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আখতারুজ্জামান মঞ্জু, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির, মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবিরসহ প্রযুক্তি খাতের কর্তা ব্যক্তিরা।
সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশে ইন্টারনেটের প্রয়োজনীয়তা, সমস্যা ও সমাধান নিয়ে প্রবন্ধ উপস্থাপন, আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব থাকবে। তো কেমন ইন্টারনেট চান, জানাতে চাইলে আপনিও চলে আসুন সংলাপে।