নিজস্ব প্রতিবেদক : অবিশ্বাস্য রকমের মূল্য ছাড়ে স্মার্ট ফোন ও ট্যাবলেট বিক্রি করছে প্রেস্টিজিও। স্মার্টফোন ও ট্যাব মেলা উপলক্ষে এই ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। ৫ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ৭ ইঞ্চি ডিসপ্লের পিএমপি৭১৭০বি৩জি ট্যাব; যার বাজার মূল্য ১৫ হাজার টাকা।
এছাড়াও পিএপি৩৪০০ মডেলের স্মার্ট ফোন পাওয়া যাবে ৫ হাজার ৪৬০ টাকায়; যার বাজার মূল্য ৭ হাজার ২০০ টাকা। এতে রয়েছে ডুয়েল কোর ১.২ গিগাহার্জ প্রসেসর। এই ফোনটির পর্দার আকার ৪ ইঞ্চি। এতে আছে ৪ জিবি ইন্টারনাল মেমোরি, যা ৩২ জিবি পর্যন্ত বর্ধনযোগ্য।
এছাড়া প্রেস্টিজিও পিএপি৫৫০০ মডেলের স্মার্ট ফোনটি পাওয়া যাবে ৭ হাজার ৮০০ টাকায়; যার বাজার মূল্য ১২ হাজার ৫০০ টাকা।
দেশে তৃতীয়বারের মতো এই স্মার্টফোন ও ট্যাব মেলা শুরু হয়েছে শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মেলা চলবে রোববার পর্যন্ত। মেলার এবারের আয়োজনে টাইটেল স্পন্সর টেলিকম অপারেটর গ্রামীণফোন। কো-স্পন্সর- ওকাপিয়া, ম্যাক্সিমাস, লেনোভো, স্যামসাং ও সিম্ফনি।
লেনোভোর প্রোডাক্ট ম্যানেজার খন্দকার খালিদ বিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের বাজারে নভেম্বরের শেষে প্রেস্টিজিও ব্র্যান্ডের ট্যাবলেট ও তিনটি স্মার্টফোন উন্মোচিত হয়েছে। বাংলাদেশে প্রেস্টিজিও এর পণ্য বিপণন করছে ফ্লোরা লিমিটেড।’
ফ্লোরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শামসুল ইসলাম বলেন, ‘ফ্লোরা বাংলাদেশে পণ্য বাজারজাতের ক্ষেত্রে মানের ব্যাপারে কখনো আপোষ করেনি। প্রেস্টিজিওতেও সেই ধারা অব্যাহত থাকবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন এবং ট্যাবের সঙ্গে বিনামূল্যে থাকছে স্টাইলিশ লেদারকেস, ২০০ জিবি ক্লাউড স্টোরেজ। মেলা ছাড়াও দেশব্যাপী ফ্লোরার শোরুম ছাড়াও রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, আইডিবিসহ মোবাইল মার্কেটগুলোতে পাওয়া যাচ্ছে প্রেস্টিজিও পণ্য।’
মেলায় অ্যালুমিনিয়াম বডিতে প্রেস্টিজিও পিএমপি৫৭৮৫ মডেলের কোয়ান্টাম মাল্টিপ্যাড পাওয়া যাচ্ছে ১৩ হাজার ৭০০ টাকায়; যার বাজার মূল্য ১৮ হাজার ৫০০ টাকা। এই অ্যান্ড্রয়েড প্লাটফর্মের ট্যাবটিতে রয়েছে ১.৬ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর, ১৬ জিবি মেমোরি, ১ জিবি র্যাম, ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, এইচডি এমআই আউটপুট প্রভৃতি মোবাইল সিম ব্যবহারের সুবিধা সংবলিত ডিভাইসটি অতিরিক্ত ৩২ জিবি ফ্লাশ মেমোরি সমর্থন করে। এতে ৭০০০ এমএইচ ব্যাটারি থাকায় টানা সাড়ে ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাক-আপ দিতে পারবে।
অপরদিকে পিএমপি৭৪৮০ডি মডেলের প্রেস্টিজিও আল্টিমেট মাল্টি-প্যাড পাওয়া যাবে ১৫ হাজার ৩০০ টাকায়; যার বাজার মূল্য ১৯ হাজার টাকা। এই মাল্টি-প্যাডটিতে রয়েছে ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর, ১ জিবি র্যাম, ১৬ জিবি বিল্ট ইন মেমোরি, জিপিএস রিসিভার ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা। সঙ্গে রয়েছে এফএম রেডিও। হোয়াইট-সিলভার ৮ ইঞ্চি পর্দার ট্যাবটির স্ট্যান্ড বাই ব্যাকআপ টাইম ৩২ ঘণ্টা।
এদিকে ১৭ হাজার ৬০০ টাকায় পাওয়া যাবে ৭.৮৫ ইঞ্চি পর্দার পোস্টিজিও পিএমপি৫১০১সি মাল্টি-প্যাড। এতে রয়েছে ১.৬ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর, ১৬ জিবি মেমোরি, ১ জিবি র্যাম, ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা ও ৪,৭০০ এমএএইচ ব্যাটারি।
এছাড়া এ মেলায় আসুস বান্ডেল অফারে ছয় হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটি একটি এফই১৭০সিজি মডেলের ফোনপ্যাড ও একটি এমই৫৬০সিজি মডেলের নোট-৬ বিক্রি করছে ৩৫ হাজার ৫০০ টাকায়। পণ্য দুটির সাধারণ বাজার মূল্য ৪১ হাজার ৫০০ টাকা। এছাড়া মেলায় এই প্রতিষ্ঠানের অন্যান্য স্মার্টফোন ও ট্যাবে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।
স্যামস্যাংয়ের বিভিন্ন পণ্যেও নির্দিষ্ট অংকের মূল্য ছাড় আছে। মেলায় গ্যালাক্সি এস৫ ও নোট৪ একত্রে বর্তমান বাজার মূল্যের চেয়ে ৫ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে। এছাড়া এখান থেকে যে কোন পণ্য কিনলেই প্রতিষ্ঠানটি দিচ্ছে একটি টি শার্ট এবং একটি গিফট বক্স।
মেলায় টুইনমসের প্যাভিলিয়নে প্রতিটি মডেলের ট্যাবলেটেই পাওয়া যাচ্ছে নগদ ডিসকাউন্ট এবং উপহার। এর মধ্যে সর্বনিম্ন ৪ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে টি৭২৪ মডেলের ট্যাবলেটটি। এতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ওএস, ৭ ইঞ্চি স্লিম ডিসপ্লে, ৫১২ মেগাবাইট ডিডিআরথ্রি র্যাম, ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ট্যাবটিতে থ্রিজি ডোঙ্গল, মডেম কিংবা ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়। ট্যাবলেটটিতে রয়েছে ১ বছরের বিক্রয়োত্তর সেবা।