ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ব্রিসবেনে অসি দলে একাধিক পরিবর্তন

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৪, ২০১৪ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

Pitarস্পোর্টস ডেস্ক : মাইকেল ক্লার্কের ইনজুরির পরই নিশ্চিত হয়েছিল ব্রিসবেনে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অ্যাডিলেড ওভালের উইনিং কম্বিনেশন থাকছে না অস্ট্রেলিয়ার। তবে এখন জানা যাচ্ছে শুধু ক্লার্ক নয়, আরো বেশ কয়েকটি পরিবর্তন আসছে অস্ট্রেলিয়া দলে। রোববার এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়া দলের হেড কোচ ড্যারেন লেহম্যান এসব ইঙ্গিত দেন।
দৃশ্যপট থেকে ক্লার্কের সরে যাওয়ায় ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ব্যাটসম্যান শন মার্শ ও পেসার মিশেল স্টার্ক।  এর মধ্যে থেকে মার্শের খেলার সম্ভাবনা বেশ উজ্জল। ক্লার্কের বিকল্প হিসেবে তাকে খেলানো হতে পারে। যিনি গেল দক্ষিণ আফ্রিকা সফরে দলের হয়ে সর্বশেষ ব্যাট ধরেছেন। এখন লেহম্যান জানাচ্ছেন শুধু মার্শ নয়, আরো পরিবর্তন আসছে।
সিরিজের প্রথম টেস্টে বল হাতে খুব বেশি সফল ছিলেন না ফাস্ট বোলার পিটার সিডল। ২৭.৪ ওভার বল করে প্রথম টেস্টে মাত্র দুটি উইকেট শিকার করেন তিনি। ফলে আসন্ন টেস্টগুলোতে জোস হ্যাজেলউডকে খেলানোর চিন্তা-ভাবনাও করছে অসি টিম ম্যানেজম্যান্ট। অন্যদিকে ব্যাটিংয়ে আনুবিক্ষণিক যন্ত্রের নিচের আছেন ওপেনার ক্রিস রজার্স। দুই ইনিংসে ৩০ (৯, ২১) রান করেছেন তিনি।
এছাড়া অধিনায়কত্ব নিয়েও বেশ চিন্তায় আছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজম্যান্ট। মাইকেল ক্লার্কের দীর্ঘমেয়াদি অনুপস্থিতিতে টেস্ট ক্রিকেটে কে ‘দ্য ইয়োলো’দের নেতৃত্ব দেবেন তা নিয়ে চিন্তা ভাবনা করছে তারা। প্রসঙ্গত, মাইকেল ক্লার্কের সহকারি হিসেবে এখন টেস্টে দায়িত্ব পালন করছেন দলটির উইকেটকিপার ব্যাটসম্যান ব্রাড হাডিন।