স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্বের শেষ খেলায় জয় পেয়েছে সাকিব-তামিমের লিজেন্ডস অব রুপগঞ্জ। রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডিকে তারা ৬ উইকেটে হারিয়েছে। ম্যাচ সেরা হয়েছেন জাতীয় দলের ঝড়ো ওপেনার তামিম ইকবাল। লিগে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে সাকিবরা।
লিগের প্রথম রাউন্ডের শেষ খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রুপগঞ্জের অধিনায়ক সাকিব আল হাসান। ফলে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে শেখ জামাল। ওপেনার মাইশিকুর রহমান ১৪ রান করে সাকিবের বলে সরাসরি বোল্ড হন। এরপর অমিত মজুমদার ৩ ও শাহরিয়ার নাফিস ৪ রান করে আবুল হাসানের বলে ক্যাচ আউট হন।
শেষ পর্যন্ত অধিনায়ক তুষার ইমরানের ৬৪ ও নাহিদ ইসলামের অপরাজিত ৪৩ রানের সুবাদে ৪৫ ওভারে আট উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে তারা। বল হাতে শরিফ উল্লাহ ৫ ওভারে ১৩ রানে তিনটি ও আবুল হাসান রাজু নেন দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে জাতীয় দলের ঝড়ো ওপেনার তামিম ইকবালের ৭৩ রানের ইনিংসের সুবাদে ৩৬.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে সাকিবরা। তামিম দশ বাউন্ডারিতে নিজের ইনিংস গড়েন। এছাড়া জুনায়েদ সিদ্দকী ২৪ রান করে আউট হলেও অলক কাপালি ৩০ ও সাকিব আল হাসান ২৭ রানে করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। ফলে লীগে ১১ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হলো শেখ জামালকে।