স্পোর্টস ডেস্ক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বল হাতে একাই পাঁচ উইকেট শিকার করেছেন পেসার শাহদাত হোসেন রাজিব। কিন্তু তারপরও মোহামেডানের জয় থামাতে পারেনি শাহদাতরা। রোববার ফতুল্লায় লিগের প্রথম পর্বের শেষ খেলায় মাশরাফির ঢাকা হোমামেডানের কাছে তারা ২২ রানে হেরেছে। ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন রহমত শাহ। লিগে ১১ খেলায় মোহামেডানের পয়েন্ট ১৪, কলাবাগানের পয়েন্ট ৪।
কুয়াশার কারণে ৪৩ ওভারের খেলা শুরু হয় সকাল ১০টা ১৬ মিনিটে। ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ৪১.৫ ওভারে দশ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে মোহামডান। জাতীয় দলের অভিজ্ঞ পেসার শাহদাতের বিধ্বংশী বোলিংয়ে এ দিন শুরুটা ভালো করতে পারেনি মোহামেডান। ৪.১ ওভারে ২৪ রানে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পরে দলটি। ওপেনার ইজাজ আহমেদ ৮ ও তানভির হায়দার সাজঘরে ফেরেন শূন্য রানে।
এছাড়া মো:মিথুন ৫ ও নাঈম ইসলাম ৭ রান করে আউট হন। শেষ পর্যন্ত রহমত শাহের ৩৩,আরিফুল হক ৮৩ ও নুরুল ইসলামের ২৬ রানে ওপর ভর করে এ রান সংগ্রহ করে শিরোপা প্রত্যাশী দলটি। বল হাতে পেসার শাহদাত হোসেন রাজিব ৭.৫ ওভারে ৪০ রানে একাই পাঁচটি উইকেট শিকার করেন। এছাড়া নাসুম আহমেদ নেন দুটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষটা ভালো হয়নি কলাবাগান ক্রিড়া চক্রের। ওপেনার উত্তম সরকার ৮ রানে আউট হন। এরপর ওয়ান ডাউনে ব্যাট করতে নামা শামসুর রহমানকে সঙ্গে নিয়ে তাপস শক্ত জুটি গড়েন। তাপস ঘোষ ৪৪ রান করে মাশরাফির বলে ও শামসুর রহমান ৪৭ রান করে মুরাদ খানের বলে ক্যাচ আউট হন। ম্যাচের বাকিটা সময় কলাবাগানের ব্যাটসম্যানরা উইকেটে দাঁড়াতেই পারেনি। শেষ পর্যন্ত ৪২.২ ওভারে ১৭২ রানে অলআউট হয় কলাবাগান। রহমত শাহ ২৯ রানে একাই চারটি উইকেট নেন।