ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রনির সেঞ্চুরিতে মুশফিকদের জয়

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৪, ২০১৪ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

Musfiqস্পোর্টস ডেস্ক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে জিতেছে প্রাইম দোলেশ্বর। রোববার বিকেএসপির তিন নাম্বার গ্রাউন্ডে পারটেক্স স্পোটিং ক্লাবকে তারা ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে। সেঞ্চুরি হাকিয়ে ম্যাচ সেরা হয়েছেন রনি তালুকদার। লিগে ১১ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের যায়গা নিশ্চিত করেছে প্রাইম।
বিকেএসপির মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে দশ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে পারটেক্স। লিগের পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দলটির শুরুটা ভালোই করেন। ওপেনার জনি তালুকদার ২৮ ও আব্দুল্লাহ আল মামুন ৯৩ রানের ঝলমলে ইনিংস খেলেন। এছাড়া রেজাউল করিম ৩১ রানে আউট হলেও অধিনায়ক মেহরাব হোসেন ৬০ রান করে অপরাজিত থাকেন। ডেইড মিলান ২৫ রানে চারটি ও ইলিয়াস সানী ৩৮ রানে তিনটি উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে রনি তালুকদারের অপরাজিত শতকের ওপর ভর করে ৪৪.৪ ওভারে দুই ‍উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে প্রাইম দোলেশ্বর। ওপেনার মেহেদী মারুফ ২৬ রানে মুসাদ্দেকের বলে ক্যাচ আউট হন। রনি তালুকদার ১২৩ বল মোকাবেলা করে ১১২ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। এতে ৯টি বাউন্ডার ও চারটি ছক্কা রয়েছে। এছাড়া অধিনায়ক মুশফিকুর রহিম ৭০ রান করেন। দেশ সেরা তরুণ ব্যাটসম্যান মুমিনুল হক ১৯ রানে অপরাজিত থাকেন।