ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০১৮
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন প্রকল্পের মতবিনিময় সভা

দৈনিক পাঞ্জেরী
ফেব্রুয়ারি ৬, ২০১৮ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধা জেলায় মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভা গত ৩১ জানুয়ারি জেলা মৎস্য কর্মকর্তা (গাইবান্ধা)’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিনিধি : মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পের মতবিনিময় সভা গত ৩১ জানুয়ারি গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় চলতি অর্থবছরে গাইবান্ধা জেলায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন এবং অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের উপ-পরিচালক শেখ মোহাম্মাদ মেজবাহুল হক। জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রকল্পের রংপুর অঞ্চলের উপ-প্রকল্প পরিচালক মো. মাহফুজার রহমান। এছাড়া গাইবান্ধা জেলার সকল উপজেলার মৎস্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, আর ডি, লিফ, মৎস্য চাষিসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।
সভায় গাইবান্ধা জেলায় প্রকল্পের ফলাফল প্রদর্শনী, সিবিজি (কমন বেনিফিশিয়ারি গ্রুপ) প্রদর্শনী এবং লিফদের বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জেলায় বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরা হয়। চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ে প্রকল্প কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্টদের পরামর্শ ও করণীয় সম্পর্কেও অবহিত করা হয়।