ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ঘড়ি পরায় কব্জি কর্তন!

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৪, ২০১৪ ১২:২৩ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক

l2qbu603 {focus_keyword} ঘড়ি পরায় কব্জি কর্তন! l2qbu603ভারতে ঘড়ি পরে আসার অপরাধে এক দলিত ছাত্রের হাতের কব্জি কেটে নিয়েছে স্কুলের বড় ক্লাসের উচ্চ বর্ণের হিন্দু ছাত্ররা। বুধবার রাতে তামিলনাড়ু রাজ্যে ভিরুধুনগর জেলায় এই হিংস্র ঘটনাটি ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া পত্রিকার অনলাইন সংস্করণে জানানো হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, তামিলনাড়ু রাজ্যে ভিরুধনগর জেলার থিরুথানগাল এলাকার বাসিন্দা পরমজ্যেতির ছেলে রমেশ এলাকার এক সরকারি বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সোমবার স্কুলে ঘড়ি পরে যায় রমেশ। এতে ক্ষেপে যায় স্কুলের উঁচু ক্লাসের ছাত্ররা। তারা তাকে নানাভাবে হেনস্তা করে। এক পর্যায়ে তারা তার হাত থেকে ঘড়ি খুলে ছুড়ে ফেলে দেয়। এতে রেগে গিয়ে ওই ছাত্রদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয় রমেশ।

এ ঘটনার দু’দিন পর বুধবার রাতে রমেশ যখন থিরুথানগাল রেলস্টেশন দিয়ে যাচ্ছিল তখন ১৫ জন ছেলে তার গতিরোধ করে। এরপর ধারাল ছুরি দিয়ে তারা তার দু হাতের কব্জি কেটে দেয়। হামলাকারীদের কাছ থেকে কোনমতে পালিয়ে আসে রমেশ এবং স্থানীয় এক সরকারি হাসপাতালে ভর্তি হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরো বলা হয, তামিলনাড়ুর ওই স্কুলটি বর্ণ বৈষম্যের জন্য ব্যাপকভাবে আলোচিত। সেখানকার ছাত্ররা এ নিয়ে প্রায়ই বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এমনকি সেখানকার উচ্চ বর্ণের হিন্দু ছাত্ররা দলিতদের জুতা পড়ে স্কুলে পর্যন্ত আসতে দেয়না। ছাত্রদের এসব বিবাদ মেটাতে স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষা কর্মকর্তারা প্রায়ই বৈঠক করে থাকেন।

এ ঘটনায় থিরুথানগাল এলাকার একটি মামলা দায়ের করেছে পুলিশ।