বিনোদন ডেস্ক : বিজয় দিবস উপলক্ষে ফ্যান্টাসি কিংডমে আয়োজন করা হয়েছে বিজয় কনসার্টের। এ কনসার্ট গানে গানে মাতাতে হাজির হবেন নগর বাউল জেমস এবং পপ গায়িকা মিলা। কনসার্টে আরো থাকবে ব্যান্ড রং এবং কৌতুক শিল্পী জামিল।
১৬ ডিসেম্বর বিকালে এ কনসার্ট শুরু হবে।