ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শেষ হল তারেক মাসুদ উৎসব

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৪, ২০১৪ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

nixafa97
বিনোদন ডেস্ক : শেষ হল দুই দিনের তারেক মাসুদ উৎসব। উৎসবের প্রথম দিন ছিল বাংলা ব্যান্ডের গান, স্মৃতি কথায় রানওয়ের ডিভিডি প্রদর্শনী ও ডিভিডি প্রকাশনা এবং শিল্পী এস এম সুলতানের উপর নির্মিত তারেক মাসুদের প্রথম চলচ্চিত্র ‘আদম সুরত’ এর ডিভিডি প্রকাশনা।
উৎসবের দ্বিতীয় দিন ১৩ ডিসেম্বর এর আয়োজনে ছিল শিল্পী তানভীর আলম সজীব, বয়াতি শাহ্ আলম দেওয়ান এবং মঞ্জিলা বয়াতির আয়োজনে গানের অনুষ্ঠান।
প্রধানত তারেক মাসুদ এর লেখা গানগুলো নিয়ে ছিল এই সঙ্গীতায়োজন। দ্বিতীয় পর্বে ছিল তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০১৪। এবারের বক্তৃতার বিষয় ছিল ‘তারেক মাসুদ এর চলচ্চিত্রঃ বাঙালি জাতীয়তার নতুন মানচিত্র’। বক্তা হিসেবে ছিলেন কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফ।
উৎসবের সর্বশেষ আয়োজন ছিল তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার নির্বাচিত ১০টি চলচ্চিত্রের প্রদর্শনী ও পুরস্কার বিতরণীঅনুষ্ঠান। প্রদর্শনী শেষে ১০ জন চলচ্চিত্র নির্মাতাকে পুরস্কৃত করা হয়।
‘এ বুক বিহাইন্ড দ্য শ্যুজ’ পায় সেরা চলচ্চিত্রর পুরস্কার ‘তারেকমাসুদ ইয়াং ফিল্মমেকার’স অ্যাওয়ার্ড’। চলচ্চিত্রটির পরিচালক মোঃজাহিদ হাসান পান ২৫ হাজার টাকার নগদ পুরস্কারসহ ক্রেস্ট ও সার্টিফিকেট। এছাড়াও বিজয়ী চলচ্চিত্র নির্মাতাসহ সেরা ৩ জন চলচ্চিত্র নির্মাতা পান পাঠশালা-সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট এর পক্ষ থেকে চলচ্চিত্র নির্মাণ কোর্সের উপর বিশেষ বৃত্তি।
অন্যান্য সবাকেই দেয়া হয় সনদপত্র সহ উপহার ও বিশেষ সম্মাননা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার প্রদর্শনী ও পুরস্কার প্রদান পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদনপত্র ও পুরস্কার প্রদান করেন তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান, মানবাধিকারকর্মী ও ‘নিজেরাকরি’ এর সমন্বয়ক খুশী কবির, পাঠশালা’র অধ্যক্ষ শহিদুল আলম, বাংলাদেশ শিল্পকলা একাডেমী’র মহাপরিচালক লিয়াকত আলি লাকী এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এর চেয়ারপারসন ক্যাথরিন মাসুদ।