লাইফস্টাইল ডেস্ক : শীতের তীব্রতা বাড়ার সঙ্গে বাড়ে পায়ের যত্ন। আপনার শরীর যতোই গরম কাপড়ে মুড়ে রাখুন না কেন, পা আলগা থাকলে সব চেষ্টায় বৃথা। পায়ের ঠাণ্ডা ধীরে ধীরে উঠবে শরীরে। বয়ে নিয়ে আসবে সর্দি, কাশি, পা ফাটা, পায়ে অ্যালার্জির প্রকোপ ইত্যাদি। তাই এই শীতে আপনার সুন্দর পাকে সুরক্ষিত রাখা চাই। কর্মব্যস্ত সারাদিনে পায়ের ধকলটাই বেশি। বাইরে ঘোরাফেরায় পায়ের যত্ন নেয়ার সময় নেই এতোটুকু। এদিকে শীতের শুষ্ক আবহাওয়ায় ধুলাবালি তো আছেই। সবকিছু থেকে রেহাই পেতে বাইরে বের হওয়ার আগে পরে নিন পছন্দের বুটজুতাটি।
শীতকালে নানা ধরণের অনুষঙ্গের মাধ্যমে নিজেকে বেশ স্টাইলিশ করে তোলা যায়। ক্রেতাদের জুতায় স্টাইলিশ হওয়ার আগ্রহকে প্রাধান্য দিয়ে বাজারে এসেছে নতুনের আবহ। প্রতি বছর শীতের জুতার একটি বিশেষ আকর্ষণ থাকলেও এবছরে ফ্যাশন ওয়ার্ল্ডে মূল আকর্ষণ হিসেবে ধরা দিয়েছে বুটজুতা।
বাজারে ইতোমধ্যেই হাই হিল বুটজুতা, নি লেন্থ বুটজুতা এবং অ্যাঙ্কেল লেন্থ বুটজুতা দেখা যাচ্ছে। নানা রঙের এবং ডিজাইনের বুটজুতাগুলো সবার নজর কেড়েছে। নিজের সঙ্গে মানানসই এবং পোশাকের সঙ্গে মিলিয়ে কিনে নিতে পারেন পছন্দের বুটজুতাটি। আপনাকে স্টাইলিশ করে তোলাসহ শীত নিবারণের জন্য জুতাগুলো কাজ করবে দারুনভাবে।
ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে বুটজুতা বেশ ভালো মানিয়ে যায়। লং সোয়েটার, ওভারকোট, স্কার্ট, জিন্স, টি-শার্ট সব কিছুর সাথেই মানিয়ে যায় এই জুতাগুলো। তাই এবারের শীতে নিজেকে ফ্যাশনেবল দেখাতে বেছে নিন পছন্দসই বুটজুতা।
বাটার নর্থস্টার শীত উপলক্ষে এনেছে ৮৫টি ডিজাইনের জুতা। এগুলোর দাম ৬০০ থেকে ৩ হাজার টাকা। এছাড়া পাওয়ারের জুতা পাওয়া যাবে ১ হাজার থেকে ৪ হাজার টাকায়। ইতালিয়ান ব্র্যান্ড লোট্টোতে ৪ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে শীতের আকর্ষণীয় সব জুতা।
গ্যালারি এ্যাপেক্স, জেনিস, হাস পাপিজের মতো বড় ব্র্যান্ডগুলোও শীতের কথা মাথায় রেখে তরুণ-তরুণীদের জন্য নিয়ে এসেছে দারুণ সব জুতার কালেকশন। এছাড়াও শীতে বাটার ফরমাল জুতা কিনতে চাইলে দাম পড়বে এক হাজার ৫০০ থেকে পাঁচ হাজার ৫০০ টাকা পর্যন্ত। অন্যদিকে শীত উপলক্ষে বাটা বিভিন্ন রঙ ও নকশার কনভার্স ও কেডস এনেছে। পরুষ ও মহিলাদের জন্য আনা এসব কনভার্স ও কেডসগুলো কেনা যাবে এক হাজার ৫০০ থেকে নয় হাজার ৫০০ টাকার মধ্যে। গ্যালারি এপেক্সও শীতকে কেন্দ্র করে পুরুষ ও মহিলাদের জন্য ফরমাল জুতা, কনভার্স ও কেডস এনেছে। এসব জুতা কেনা যাবে দুই হাজার থেকে পাঁচ হাজার ৫০০ টাকার মধ্যে। কনভার্স ও কেডসের অনেক সংগ্রহ রয়েছে লোট্টোতে। জেনিসেও শীতকে কেন্দ্র করে পুরুষ ও মহিলাদের জন্য অনেক ধরনের জুতা এসেছে। অন্যদিকে শুধু বড়দের জন্য নয়, বাটার বিশাল সংগ্রহ আছে শিশুদের জুতারও।