মহান বিজয় দিবস উপলক্ষে ভোজনরসিকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান ফুডপান্ডা। এই অফারের অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ৩৯টি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিলে পাওয়া যাবে ১০ ভাগ ছাড়। এছাড়াও যে কোন রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিলে তার কোন ফি ছাড়াও সরবরাহ করবে ফুডপান্ডা।
ফুডপান্ডার বিপণন কর্মকর্তা সাকেরিনা খালেদ জানান, ৩৯টি রেস্টুরেন্টের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রেস্টুরেন্ট হচ্ছে ভিলেজ, কয়লা, ডমিনোস পিজা, ক্যাফে ৩৩, পানসি, হট স্পট, হাক্কা ঢাকা, নাওয়াবস, থ্রি কিচেনস। এনিয়ে বিস্তারিত জানা যাবে www.foodpanda.com.bd সাইটে।