ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

অবরুদ্ধ চবি উপাচার্য

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৫, ২০১৪ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

CUচবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিজেদের কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় উপচার্যকে অবরুদ্ধ করেছে ছাত্রলীগের একটি গ্রুপ।
রোববার বেলা ২টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে। এর ফলে উপাচার্যসহ প্রশাসনিক ভবনের অনেক কর্মকর্তা অবরুদ্ধ হয়ে পড়েছেন।
চবির ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান অবরুদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছাত্রলীগের একটি অংশ প্রশাসনিক ভবন ঘেরাও করছে। তাদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই, তাদের ক্ষোভ উপাচার্য ও প্রক্টরের প্রতি।’
প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ‘সিএফপি’ গ্রুপের ছাত্রলীগ কর্মীরা প্রক্টরের পদত্যাগ ও হত্যাকাণ্ডের মূল হোতা ছাত্রলীগের ভিএস গ্রুপের নেতা আশরাফুজ্জামান রাশার গ্রেপ্তার দাবি করেছে। এসময় তারা উপাচার্যের বিরুদ্ধেও স্লোগান দেয়।
এর আগে দুপুর ১২টার দিকে নিজেদের কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় শাটল ট্রেনের বগি ভিত্তিক গ্রুপ ‘সিএফপি’ গ্রুপের ছাত্রলীগ কর্মীরা।
বিক্ষোভে চবি ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক ‘সিএফসি’ গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বিলুপ্ত কমিটির সহ-সভাপতি অমিত কুমার বসু। তারা এ হত্যকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তথা উপচার্যকে দায়ী করেছেন। উপচার্যের মদদপুষ্ট ছাত্রলীগ কর্মীদের হাতেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দাবি করে এখানে তার ইন্ধনেরও অভিযোগ করেন।