নিজস্ব প্রতিবেদক : ধাক্কা দেয়া জাহাজসহ আটক ৪নারায়ণগঞ্জ: সুন্দরবনের শ্যালা নদীতে ‘ওটি সাউদার্ন-৭’ নামের একটি তেলবাহী ট্যাংকার ডুবে যাওয়ার ঘটনায় ধাক্কা দেয়া ট্যাংকার ও এর মাস্টারসহ ৪ জনকে আটক করা হয়েছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ‘এমটি টোটাল’ এর মাস্টার মোস্তফা (৫৩), ট্যাংকারের কর্মচারী ফারুক (৩৪), আক্কাস (২৫) ও পিয়ার আলী (৩০)।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, সকালে সিদ্ধিরগঞ্জের এসিআই এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ‘এমটি টোটাল’ নামের তেলবাহী ট্যাংকার ও এতে থাকা মাস্টারসহ ৪জনকে আটক করা হয়েছে। এ ট্যাংকারটিই গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শ্যালা নদীতে ‘ওটি সাউদার্ন-৭’ নামের একটি তেলবাহী ট্যাংকারকে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
ঘটনার ৫ দিন পর ১৪ ডিসেম্বর নৌযানটির নিখোঁজ মাস্টার মোখলেসুর রহমানের (৫০) লাশ পাওয়া গেছে।