ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

জনতা ব্যাংকে চুরির ঘটনায় মামলা, আটক ৪

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৫, ২০১৪ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

Janata-Bank logoগাজীপুর প্রতিনিধি : জনতা ব্যাংক গাজীপুর করপোরেট শাখা থেকে ৬০ লাখ টাকা রহস্যজনকভাবে চুরি হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ব্যাংকের তিন নিরাপত্তাকর্মী ও মার্কেটের ম্যানাজারকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে ব্যাংকের সহকারি ব্যবস্থাপক বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, গাজীপুর শহরের তানভির প্লাজায় অবস্থিত জনতা ব্যাংক করপোরেট শাখার নিরাপত্তাকর্মী নুরুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী জাকির হোসেন নামের এক দোকানদারের সখ্যতা গড়ে উঠে।
শনিবার রাতে ওই দোকানদার ব্যাংকের নিরাপত্তাকর্মীকে ফলের সঙ্গে নেশা জাতীয় খাবার খাওয়ায়। এসময় নিরাপত্তাকর্মীকে অজ্ঞান করে ব্যাংকের ভল্ট খুলে ৬০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ওই দোকানদার।
রোববার সকালে ব্যাংকটি খোলার পর টাকা খোয়া যাওয়ার বিষয়টি কর্মকর্তাদের নজরে আসলে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে  ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তাকর্মী নুরুল ইসলামকে আটক করে। এ ঘটনার তদন্তে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের আরো দুই নিরাপত্তাকর্মী মজিবুর ও মহিউদ্দিনকে এবং মার্কেটের ম্যানাজার নিতাই চন্দ্র সাহাকে আটক করা হয়। পরে রাতে ব্যাংকের সহকারি ব্যবস্থাপক মো. সোলাইমান বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।
সোমবার সকাল পর্যন্ত মামলার তেমন অগ্রগতি না হলেও টাকা উদ্ধার ও ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ তৎপর রয়েছে বলে দাবি করেছেন জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম।