ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়াকে মোকাবেলায় একজোট হচ্ছেন ন্যাটো নেতারা

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ৪, ২০১৪ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

doc8fm49 রাশিয়াকে মোকাবেলায় একজোট হচ্ছেন ন্যাটো নেতারা রাশিয়াকে মোকাবেলায় একজোট হচ্ছেন ন্যাটো নেতারা doc8fm49আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন সঙ্কট নিয়ে আলোচনার জন্য দু দিনের এক সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের ওয়েলেস শহরে জড়ো হয়েছেন ন্যাটো নেতারা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ওই সম্মেলনে তারা রাশিয়াকে মোকাবেলায় একসঙ্গে কাজ করার একটি পরিকল্পনা গ্রহণ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ওয়েলসের নিউপোর্টে অনুষ্ঠেয় ন্যাটো বৈঠকে রাশিয়া ছাড়াও ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী ইসলামি জঙ্গি গোষ্ঠি ইসলামি স্টেটের হুমকি মোকাবেলার বিষয় নিয়েও আলোচনা করা হবে। ইতিমধ্যে আইএসকে ধ্বংস করার সংকল্প ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্মেলনে যোগ দেয়ার আগে বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন নাগরিকদের শিরশ্ছেদ করে যুক্তরাষ্ট্রকে ভয় দেখানো যাবে না এবং মধ্যপ্রাচ্যে আইএস এর শক্তি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র লড়ে যাবে। মঙ্গলবার দ্বিতীয় মার্কিন সাংবাদিকের শিরোশ্ছেদের ভিডিও চিত্র প্রকাশিত হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

এদিকে ন্যাটো প্রধান অ্যান্ড্রেস ফগ হুঁশিয়ারি উচ্চারন করে বলেছেন, ঠাণ্ডা লড়াইয়ের পর ইউক্রেনে রুশ আগ্রাসন হচ্ছে ইউরোপের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।

রুশ আগ্রাসন মোকাবেলায় ইউক্রেনকে সহায়তা করতে একসঙ্গে কাজ করার শপথ নিয়েছেন প্রেসডেন্ট ওবামা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার এই দুই নেতার একটি যৌথ বিবৃতি ‘টাইমস’ পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। এই সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে মাত্র ৪৮ ঘণ্টার নোটিশে কয়েক হাজার সেনা্ মোতায়েনের একটি পরিকল্পনা অনুমোদন করা হতে পারে।

rmdwgec5 রাশিয়াকে মোকাবেলায় একজোট হচ্ছেন ন্যাটো নেতারা রাশিয়াকে মোকাবেলায় একজোট হচ্ছেন ন্যাটো নেতারা rmdwgec5বৃহস্পতিবার ২৮ সদস্যের ন্যাটো সম্মেলন শুরু হওয়ার আগে ইউক্রেন নিয়ে আলোচনার জন্য ‘ন্যাটো-ইউক্রেন কাউন্সিল’ নামে একটি আলাদা সেশন শুরু হতে যাচ্ছে। কিয়েভের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করার লক্ষ্যে নেয়া ওই কাউন্সিলে ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরেশেনকোর সঙ্গে আলোচনা করবেন ন্যাটো নেতারা।

এদিকে ন্যাটো সম্মেলন শুরুর প্রাক্কালে বুধবার সাত দফার এক ‘ইউক্রেন শান্তি পরিকল্পনা’ ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই পরিকল্পনায় শুক্রবার থেকে লড়াই বন্ধের একটি প্রস্তাব রয়েছে। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলে লড়াইরত রুশপন্থি বিদ্রোহী এবং সরকারি বাহিনী উভয পক্ষেকে অস্ত্র ত্যাগ করারও আহ্বান জানিয়েছেন পুতিন। তবে দ্রুত তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।