ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শাহজালাল থেকে ৫১০ কচ্ছপ উদ্ধার

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৫, ২০১৪ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

Sahjalal airportনিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫১০ কচ্ছপ আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ। সোমবার সকালে মালয়েশিয়ায় পাচারকালে কচ্ছপগুলো আটক করা হয়। পরে কাস্টম কর্তৃপক্ষ কচ্ছপগুলো হস্তান্তর করার জন্য বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে খবর দেয়।
বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগের পরিদর্শক অসীম মল্লিক ও মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
অসীম মল্লিক বলেন, ‘সকালের দিকে কচ্ছপগুলো মালয়েশিয়ায় পাচার করার জন্য বিমানবন্দরে আনা হয়। পরে কাস্টম কর্তৃপক্ষ এগুলো আটক করে।’
তিনি জানান, প্রতিটি কচ্ছপের মূল্য দেড় হাজার টাকা হবে। সেই হিসাবে ৫১০টি কচ্ছপের মূল্য ৭ লাখ ৬৫ হাজার টাকা।
বন্যপ্রাণী পরিদর্শক মো. সোহেল রানা জানান, বন্যপ্রাণী পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। এরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। অবৈধভাবে বন্যপ্রাণীকে নিজের অধিকারে রাখা, ধরা, মারা, ক্রয়-বিক্রয় করা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের পরিপন্থি এবং দণ্ডনীয় অপরাধ।