ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

পিডিবির বৃহৎ বিদ্যুৎ প্রকল্প নির্মাণে চুক্তি

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৫, ২০১৪ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

158নিজস্ব প্রতিনিধি : সিলেটের হবিগঞ্জের বিবিয়ানার দক্ষিণে ৩৮৩ মেগাওয়াটের নতুন একটি বিদ্যুৎ প্রকল্প নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। রাষ্ট্রায়াত্ত এ প্রতিষ্ঠানটির সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত হবে প্রকল্পটি। যা প্রতিষ্ঠানটির এ যাবৎকালে সবচেয়ে বড় প্রকল্প।
গ্যাস ভিত্তিক এ প্রকল্পটি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হবে মাত্র এক টাকা ১৩ পয়সা। ২০১৭ সালের মাঝামাঝি এটি থেকে সম্পূর্ণরূপে উৎপাদন শুরু হবে।
নির্মাণ প্রতিষ্ঠান জয়েন্ট ভেনচার অব ইসোলাক্স ইনজেনিরিয়া এসএ অব স্পেন এবং স্যামসাং সি অ্যান্ড টি করপোরেশন প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে।
সোমবার দুপুরে বিদ্যুৎ ভবনে ওই দু’টি প্রতিষ্ঠানের সঙ্গে পিডিবির নির্মাণ চুক্তি স্বাক্ষর হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পিডিবির সচিব জহুরুল হক, ইসোলাক্স ইনজেনিরিয়া এসএ’র মহাব্যবস্থাপক জস লুইস ডেগো ইলোরজা এবং স্যামসাং সি অ্যান্ড টি করপোরেশনের মহাব্যবস্থাপক সাং কি না।
কম্বাইন্ড সাইকেলে বিদ্যুৎ প্রকল্পটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩২২ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘গ্যাসভিত্তিক এ প্রকল্পটিতে বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তি ব্যবহার করা হবে।’
পিডিবির চেয়ারম্যান আবদুল্লাহ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ারুল ইসলাম।