ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত গণতন্ত্রের প্রতিশ্রুতি চাই

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৫, ২০১৪ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

B. Chowduryনিজস্ব প্রতিবেদক : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী সন্ত্রাস, দুর্নীতি ও দারিদ্রমুক্ত এবং উদার গণতন্ত্রের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য রাজনীতিকদের আন্তরিক প্রতিশ্রুতি কামনা করেছেন।
সোমবার দুপুরে মহান জাতীয় ও বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছাবাণীতে বি. চৌধুরী বলেন, ‘বহু রক্ত এবং  মা- বোনদের ইজ্জতের বিনিময়ে ছাত্র-কৃষক, শ্রমিক-জনতার অংশ গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জিত হয়েছে। এই বিজয়ের পেছনে আমাদের রক্ত-ঘাম এবং ঐতিহাসিক ত্যাগের অহংকারে বিজয় দিবস হয়ে উঠেছে মহীয়ান।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের এই বিজয়ের পেছনে সাধারণ মানুষের প্রধান দাবিই ছিল, গণতন্ত্র এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি দেশ। মানুষ অন্ন-বস্ত্র এবং গৃহায়ণের পূর্ণ অধিকার পাবে, এটাই ছিল প্রত্যাশা। কিন্তু আজকে প্রশ্ন উঠেছে স্বাভাবিক জীবন ও মৃত্যুর গ্যারান্টি আমাদের নেই কেন? প্রশ্ন উঠেছে- দেশের শতকরা ৪০ ভাগ মানুষ এখনও কেনো হত-দরিদ্র, ৪০ ভাগ শিশু এখনও কেনো পেট ভরে না খেতে পেয়ে অপুষ্টির শিকার?’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আজকের এই আনন্দ-বিধূর দিনে একদিকে দেশের মানুষকে যেমন সংগ্রামী অভিনন্দন জানাতে চাই, তেমনি চাই রাজনীতিবিদদের কাছে সন্ত্রাস, দুর্নীতি ও দারিদ্রমুক্ত এবং উদার গণতন্ত্রের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আন্তরিক প্রতিশ্রুতি।