ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

হায়েনার মতো সব খেয়ে ফেলছে সরকার

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৫, ২০১৪ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

bnp02নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার হায়েনার মতো সব খেয়ে ফেলছে। ব্যাংক খেয়েছে, পদ্মাসেতু খেয়েছে, সবশেষে সুন্দরবন খেয়েছে। তারা কিছুই বাকি রাখেনি।’
সোমবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন ফখরুল।
তিনি দাবি করেন, ‘সরকার প্রতিদিন গুম ও গ্রেপ্তারের তালিকা তৈরি করছে। ৫০ হাজার পুলিশ নিয়োগ দেয়ার কথা বলেছে। ৫০ লক্ষ দিয়েও লাভ হবে না। কারণ জনগণ শপথ নিয়েছে এই স্বৈরাচারী সরকার উৎখাত না করে ঘরে বসে থাকবে না। বিজয় দিবসের আনন্দ উৎসব করতে পারছে না মানুষ।’
এসময় ২০ দলীয় এলডিপির সভাপতি ওলি আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ নেতারা মুক্তিযুদ্ধের সময় ভারতে পালিয়ে ছিল। যুদ্ধে করেছে সেনাবাহিনী। এই সেনাবাহিনী আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নিগৃহিত হয়েছে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, ‘মহানগর বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। ২০১৫ সালে স্বৈরাচার সরকার হটিয়ে বিজয় দিবস উদযাপন করবে মানুষ।’
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যনান শাহ মোয়াজ্জেম, মেজর (অব.) হাফিজ, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, বাংলাদেশ কল্যাণপার্টির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহীম প্রমুখ বক্তব্য দেন। তবে এ অনুষ্ঠানে বিএনপিপন্থি কোনো বুদ্ধিজীবী উপস্থিত ছিলেন না।