ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

জিংক সমৃদ্ধ ব্রি ধান বিষয়ক জাতীয় কর্মশালা

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৫, ২০১৪ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

BRRI Dhan 6নিজস্ব প্রতিবেদক : গতকাল ১৪ ডিসেম্বর রোববার রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ আ.কা.মু গিয়াসউদ্দিন মিলকী অডিটরিয়ামে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২ জাত বিষয়ক দিনব্যাপী জাতীয় কর্মশালার অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং হারভেস্ট প্লাস (ডিএই পার্ট)’র উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয় বলে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র মহাপরিচালক মো. আব্বাস আলী। অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ পিযুষ কান্তি সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক কৃষিবিদ এ জেড এম মমতাজুল করিম, হারভেস্ট প্লাস বাংলাদেশ’র কান্ট্রি ম্যানেজার ড. খায়রুল বাশার, বিসিএস (কৃষি) এসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারভেস্ট প্লাস বাংলাদেশ’র উপ-পরিচালক ড. ওলফগেংস ফেইফার।
প্রধান অতিথি মো. আব্বাস আলী বলেন যে, জিংকের অভাবে শিশুরা খাটো হয়। বর্তমানে দেশে ৫ বছরের নিচে প্রায় ৮৯ লাখ শিশু জিংকের অভাবে ভুগছে। এসব শিশুর জিংকের ঘাটতি মোকাবেলায় ব্রি ধান-৬২ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, এ জাতের তুলনামুলক অনেক বেশি। পাশাপাশি রোগ ও পোকার আক্রমন কম হয় এবং একশ’ দিনে কর্তন করা যায়। তিনি কৃষক পর্যায়ে ব্রি ধান-৬২ সম্প্রসারণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস বাংলাদেশ (ডিএই পার্ট)’র প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক মো. সারোয়ার জাহান। এ ছাড়া ‘জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২ জাতের সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রবন্ধ যৌথভাবে উপস্থাপন করেন উল্লেখিত প্রকল্পের উপ প্রকল্প পরিচালক কৃষিবিদ সুরজিত সাহা রায়, হারভেস্ট প্লাস বাংলাদেশ ও বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি)’র  প্রধান উদ্ভিদ প্রজননবিদ ড. মো. আলমগীর হোসেন এবং এগ্রিকালচার এডভাসরি সোসাইটির নির্বাহী পরিচালক হারুন-অর-রশিদ। কর্মশালায় উপস্থিত কৃষকগণ জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২ চাষাবাদে তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ বিভিন্ন প্রকল্পের পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।