কুড়িগ্রাম প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলগুলোতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের অভ্যন্তরে ১১১টি ছিট মহলের অধিবাসীরা একযোগে মহান বিজয় দিবস উদযাপন করে। এ উপলক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া ছিট মহলে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ দিনব্যাপী কর্মসূচি পালন করছে ছিটমহলের বাসিন্দারা।
এতে অংশ নেয় কুড়িগ্রাম জেলার অভ্যন্তরে থাকা ভারতের ১২টি ছিটমহলের কয়েক হাজার মানুষ। বিজয় দিবসের কর্মসূচিতে ছিটমহলের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
কর্মসূচিতে ভারত-বাংলাদেশ ছিট মহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় অংশের সভাপতি দীপ্তিমান সেন, বাংলাদেশ অংশের সভাপতি মঈনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ দু’দেশের ছিটমহলের নেতারা উপস্থিত ছিলেন।