
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় চকদফর সি আই জি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের উদ্বোধন করছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল
নিজস্ব প্রতিনিধি :
কৃষি তথ্য সার্ভিস কর্তৃক বাস্তবায়িত “ডিজিটাল কৃষি তথ্যের প্রচলন ও গ্রামীণ জীবনমান উন্নয়ন প্রকল্পে’র আওতায় ১৫০টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দের মধ্যে রংপুর অঞ্চলের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় গত ৩০ আগস্ট “চকদফর সি আই জি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের উদ্বোধন করা হয়। চকদফর কৃষক ক্লাবের নিজস্ব ভবন প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষিবিদ মোঃ সোহাগ মাহফুজ, রংপুরের আঞ্চলিক বেতার কৃষি অফিসার, দিনাজপুর জেলার ডিজিটাল কৃষি তথ্যের প্রচলন প্রকল্পের জেলা কৃষি তথ্য ও যোগাযোগ কর্মকর্তা ফরিদা ইয়াছমিন, উপজেলা কৃষি কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মনোরঞ্জন শীল গোপাল বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে কৃষিতে তথ্য প্রযুক্তির গুরুত্ব ব্যাপক। অতীতে কৃষিতে প্রযুক্তির ব্যবহার ছিল না বিধায় কৃষিতে লাভ কম হত। ফলে কৃষকেরা হত শহরমুখী। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে আমরা কৃষিতে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে খুব সহজেই জানতে পারি এবং ফসল উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহন করতে পারি। অতীতে কৃষি কাজ ছিল কষ্টসাধ্য এবং সময়নির্ভর। কিন্তু বর্তমানে কৃষি কাজ তথ্য ও প্রযুক্তি নির্ভর। এখন ছবি তুলে ওয়েবক্যামের সামনে ধরলে ইন্টারনেটের মাধ্যমে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যায়। কৃষি বিমুখীতা কমাতে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের ভূমিকা উল্লেখ করে তিনি আরও বলেন, কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র কৃষকদের জীবনমান উন্নয়নে সক্রিয় ভুমিকা পালন করবে। এজন্য কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের প্রতিটি উপকরণ সঠিকভাবে ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।