ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে গাছ ফেলে ১০ গাড়িতে ডাকাতি

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৭, ২০১৪ ৭:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

Natoreনাটোর প্রতিনিধি :
বড়াইগ্রাম উপজেলায় মহাসড়কে গাছ ফেলে দশ বাস ও ট্রাকে ডাকাতি করা হয়েছে।
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ সুতিরপাড় এলাকায় বুধবার ভোর সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে।
ডাকাতের কবলে পরা হানিফ পরিবহনের যাত্রী আফজাল হোসেন বলেন, ‘মহাসড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বাসটি থামাতে বাধ্য হয় চালক। এসময় সড়কের উভয় পাশে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়াগামী প্রায় ৩০টি নৈশকোচ ও পণ্যবোঝাই ট্রাক আটকা পড়ে।’ খবর পেয়ে টহল পুলিশ এসে গাছ সরাতে ব্যস্ত হয়ে পড়ে।
অপরদিকে ডাকাত দল কয়েকটি ভাগে বিভক্ত হয়ে দশ বাস ও ট্রাকে উঠে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরে হাইওয়ে পুলিশের আরো দুটি দল ঘটনাস্থলে এলে ডাকাতরা পালিয়ে যায়।
একই কথা জানান, ন্যাশনাল ট্রাভেলস, দেশ ট্রাভেলসসহ অন্যান্য পরিবহনের যাত্রীরা।
তবে বড়াইগ্রাম থানার এসআই মাসুদ করিম বলেন, ‘গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছিল। পুলিশি তৎপরতার কারণে তাদের উদ্দেশ্য সফল হয়নি।’
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পুলিশ গাছ সরাতে ব্যস্ত থাকার ফাঁকে কিছু গাড়ির কাঁচ ভাঙচুর, যাত্রীদের নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ স্বল্পতা কারণেই এমনটা হয়েছে। তবে দ্রুত ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের টহল দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।’