ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ড্রোনের সরঞ্জামসহ বাংলাটিমের ২ সদস্য আটক

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৭, ২০১৪ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ansarullah-bangla-teamনিজস্ব প্রতিবেদক : রাজধানীর টিকাটুলি থেকে আনসারউল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি ড্রোন প্রজেক্টের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- তানজিল হোসেন বাবু ও গোলাম মাওলা মোহন।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির এডিসি (মিডিয়া) সাইদুর রহমান।
ডিএমপির মিডিয়া সেন্টারে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ২০০৮ সালে আনসারুল্লাহ বাংলা টিমের উত্থান। গত দুই বছর ধরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণ করছিল। জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) প্রধান শায়খ আব্দুর রহমান ও তার সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ প্রথম সারির ৬ নেতার মৃত্যুদণ্ড ২০০৭ সালে ৩০ মার্চ কার্যকর হয়। সংগঠনটির অনেক নেতাকর্মী জেল হাজতে রয়েছে। জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের প্রধান মুফতি হান্নানসহ প্রথম সারির নেতা ও বেশকিছু কর্মী জেলহাজতে। সে সুযোগে ভিন্ন নামে আবির্ভাব ঘটে আনসারুল্লাহ বাংলা টিমের। এ সংগঠনে জেএমবি ও হরকাতুল জিহাদের নেতাকর্মীরা রয়েছে বলে গোয়েন্দাদের দাবি। দেশব্যাপী তাদের নেটওয়ার্ক গড়ে উঠেছে।