ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ অভিবাসী সমস্যা উন্নতির দিকে

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৭, ২০১৪ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

Mosarrof hossenনিজস্ব প্রতিবেদক : অবৈধ অভিবাসনকে আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, ‘এ সমস্যা সমাধানে সরকার বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ক্রমান্বয়ে এ সমস্যা উন্নতির দিকে।’
১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে বুধবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এমনটাই দাবি করেন।
সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুর নাহার উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্য অনেক দেশের চেয়ে আমাদের দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার লোক বেশি। সে অনুযায়ী বিদেশে যেতে না পারায় তারা অবৈধ পথ বেছে নেয়। এর পেছনে আমাদের অসচেতনতাই বেশি কাজ করে।’
তিনি বলেন, ‘শ্রমিকরা যাতে প্রতারিত না হয় সেজন্য সরকার গত এক বছরে ১৫৮টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনে মামলা করেছে। ইতোমধ্যে ১১৬ টি মামলা নিষ্পত্তি হয়েছে। যেখানে ছয়টি এজেন্সি কালো তালিকাভুক্ত হয়েছে।’
সরকারিভাবে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে যাওয়া শ্রমিকরা ভালো নেই- সাংবাদিকদের এমন তথ্যেরে ব্যাপারে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘কথাটা পুরোপুরি সত্য নয়। চাহিদার চেয়ে দুই-তিনগুণ বেশি শ্রমিক পাঠানোসহ নানা অব্যবস্থাপনার কারণে ইতোপূর্বে তিনবার মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে লোক নেয়া বন্ধ করে দিয়েছিল। আবার সেটি চালু করা হয়েছে, কিছু সমস্যা আছে যেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
এ বছর আন্তর্জাতিক অভিবাসন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ অভিবাসন, দিন বদলের লক্ষ্যে অর্জন’। দিবসটি উপলক্ষে দু’দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
মন্ত্রী জানান, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৯০ লাখ লোক বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গমন করেছেন। বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে বাংলাদেশি অভিবাসী রয়েছে।
সরকারের সাফল্য তুলে মন্ত্রী বলেন, ‘গত পাঁচবছরে গড়ে প্রতিবছর প্রায় পাঁচ লাখ কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে গমন করেছেন। এর ফলে দেশে রেমিটেন্স প্রবাহ যেমন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে তেমনি দেশীয় শ্রমবাজার ও বেকারত্বের হারও হ্রাস পেয়েছে।
অভিবাসীদের নিয়ে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ইতোমধ্যে অভিবাসীদের মেধাবী সন্তানদের বৃত্তি চালু করা হয়েছে। আগামীতে তাদের সন্তানদের ভর্তির জন্য কোঠা নির্ধারণ, আবাসন প্রকল্প ও ইন্সুরেন্স চালুর পরিকল্পনা নেয়া হয়েছে।