ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ইন্টারনেট ব্যবহার করে না ৪শ কোটি মানুষ

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৭, ২০১৪ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

bnkzতথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্বের ৬০ ভাগ অর্থাৎ চার শ’ কোটির বেশি মানুষ এখনো ইন্টারনেট ব্যবহার করেন না। সম্প্রতি ম্যাককিনসের করা এক জরিপ রিপোর্টে এ তথ্য ওঠে এসেছে।
রিপোর্টে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহার করার দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে মধ্য-আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের বাসিন্দারা। এখানে একশ’ জনের মধ্যে মাত্র একজন ইন্টরনেট ব্যবহার করে থাকেন। দারিদ্রতা, অশিক্ষা আর দুর্বল অবকাঠামোর কারণে এসব এলাকার লোকজন পর্যপ্ত ইন্টানেট সেবা থেকে বঞ্চিত রয়েছেন। এসব অঞ্চলের ৫০ ভাগ মানুষ্ই দরিদ্রসীমার নিচে বসবাস করে। এছাড়া এদের ৬৪ শতাংশেরই বাস প্রত্যন্ত গ্রামাঞ্চলে। ফলে ইচ্ছা থাকলেও তাদের পক্ষে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হয়না।
তবে মজার কথা হল, খোদ মার্কিন মুল্লুকে প্রতি পাঁচ জনের চারজনই এখনো ইন্টানেট ব্যবহার করেন না।
জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ম্যাককিনস আশা করছে, ২০১৭ সালের মধ্যে আরো এক কোটি মানুষ অনলাইনের আওতায় আসবে।