ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

১০৭.৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৭, ২০১৪ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

world-bank-1নিজস্ব প্রতিবেদক : প্রথমিক শিক্ষার মানোন্নয়ন, দুর্যোগকালীন বহুমূখি আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং শিশুর পুষ্টি ও বুদ্ধিমত্তা বিকাশের লক্ষ্যে ১০৭ কোটি ৫০ লাখ ডলার ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। যা বাংলাদেশি টাকায় ৮ হাজার ৩৩৭ কোটি ৫৩ লাখ।
বিশ্ব ব্যাংকের নির্বাহী পরিচালকরা তিন প্রকল্পের জন্য এ ঋণ সহায়তার অনুমোদন দেন বলে ব্যাংকের ঢাকা অফিস তা নিশ্চিত করেছে।
বিশ্ব ব্যাংক জানায়, এ প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশের প্রায় তিন কোটি ৬০ লাখ লোক উপকৃত হবে। প্রকল্প তিনটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, উপকূলীয় জনগণের প্রাকৃতিক বিপর্যয়ের প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি এবং অতিদরিদ্র পরিবারের শিশুদের পুষ্টি ও বুদ্ধি বিকাশে সাহায্য করবে।
বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট বলেন, ‘এ প্রকল্পগুলো দরিদ্র জনগণের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টির বিশ্ব ব্যাংকের যে প্রচেষ্টা তা পরিপূরক হিসেবে কাজ করবে।’
প্রকল্পগুলোর মধ্যে প্রথমিক শিক্ষার মানোন্নয়নে ৪০ কোটি ডলার, দুর্যোগকালীন বহুমূখি আশ্রয়কেন্দ্র নির্মাণে ৩৭ কোটি ৫০ লাখ ডলার এবং শিশুর পুষ্টি ও বুদ্ধিমত্তা বিকাশে ৩০ কোটি ডলার ঋণ সহায়তা দেয়া হচ্ছে।