স্পোর্টস ডেস্ক : পেদ্রোর-ইনিয়েস্তাদের উজ্জ্বল নৈপুণ্য মেসি-নেইমার-সুয়ারেজের অনুপস্থিতি বুঝার সুযোগ ছিল না। স্পেনিশ দল হুয়েস্কার বিপক্ষে পেদ্রোর হ্যাটট্রিক আর তার সতীর্থদের দুরন্ত নৈপুণ্যে ৮-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সা।
মঙ্গলবার এই জয়ে দুই লেগ মিলে ১২-১ এ জয়ী হয়ে বার্সা পাড়ি দিল কোপা দেলরের পরবর্তী পর্বে। প্রথম ম্যাচে ৪-০ ব্যবধানের জয়ই বলে দিচ্ছিল শেষ ষোলতে বার্সার যাওয়াটা নিশ্চিত। পাশাপাশি মঙ্গলবার পেদ্রোর হ্যাটট্রিক আর তার সতীর্থদের প্রতিপক্ষের জালে গুনে গুনে আট গোল ক্যাম্প ন্যুতে দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দিল।
ম্যাচের ২১ তম মিনিটে প্রথম গোল করেন পেদ্রো (১-০)। পাঁচ মিনিট পর দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুন করেন তিনি (২-০)। ম্যাচের হ্যাটট্রিক হিরো পেদ্রো হ্যাটট্রিক পূর্ণ করেন ৪৪তম মিনিটে। রবের্তো ও ইনিয়েস্তা লক্ষ্যভেদ করেন ২৯তম ও ৩৯তম মিনিটে। ফলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে গোল করেন আদ্রিয়ানো, আদামা ও রামিরেসও। আদ্রিয়ানো গোল করেন ৬৮তম মিনিটে। দশ মিনিট পর উৎসবে যোগ দেন আদামা। আর ম্যাচের সাত মিনিট বাকি থাকতে প্রতিপক্ষের জালে শেষ গোলটি জড়ান রামিরেস। ফলে ৮-০ গোলে এগিয়ে যায় কাতালানরা।
তিন মিনিট পর হুয়েস্কার পক্ষে এমাত্র গোলটি করেন গাসপার গালভেস (৮-১)।