স্পোর্টস ডেস্ক : ক্রুজ আসুলকে হারিয়ে অনায়াসেই ফাইনালে পৌঁছেছে স্পেনিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদ। মঙ্গলবার মরক্কোর মারাকেশ স্টেডিয়ামে ৪-০ ব্যবধানের জয় পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা।
প্রথ অর্ধে দুই গোল করেন বেনজামা ও রামোস। তবে কনকা’ফের দলটি একবার পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয় অর্ধে ইসকো ও বেলের দুই গোলে বড় ব্যবধানের জয় পায় রিয়াল।
ম্যাচের ১৫তম মিনিটে রামোস গেহাল করেন ১-০ ব্যবধানে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদকে। ৩৬তম মিনিটে করিম বেনজেমার লক্ষ্যভেদে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় কার্লো আনচেলোত্তির দলটি।
দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় রোনালদোর ক্রসে হেডে গোল করেন গ্যারেথ বেল (৩-০)। ৭২তম মিনিটে ইসকোর গোলে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায় রিয়াল মাদ্রিদ।
এর আগে ২০০০ সালেরক্লাব বিশ্বকাপে খেলে চতুর্থ হয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার অবশ্য অধরা ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য ফেভারিট লস ব্লাঙ্কোসরা।
ফাইনালে রিয়াল মাদ্রিদকে মুখোমুখি হতে হবে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন সান লরেঞ্জো বা ওসানিয়া চ্যাম্পিয়ন অকল্যান্ড সিটির। এই জয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ২১ জয়ে বিশ্বরেকর্ডের খুব কাছাকাছি রয়েছে রোনালদোরা। ব্রাজিলের ক্লাব করিচিবাকে ছুঁতে আরও তিনটি জয় পেতে হবে তাদের।