স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখের হয়ে ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন আরিয়েন রোবেন। বুধবার ফ্রেইবার্গের বিপক্ষে শততম গোল করেন এই ডাচম্যান।
এদিন বায়ার্ন ফ্রেইবার্গের বিপক্ষে জয় পায় ২-০ ব্যবধানে। ম্যাচের ৪১তম মিনিটে গোল করেন রোবেন। পরে মুলারের গোলে ব্যবধান দ্বিগুন করে জার্মান জায়ান্টরা।
১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে বুন্ডেস লিগার শীর্ষে রয়েছে গার্দিওলার শিষ্যরা। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা উলফসবার্গের চেয়ে ১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জয়ের পথে রয়েছে দলটি।