ঢাকাবুধবার , ১৭ ডিসেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বাউন্সারের আঘাতে হাসপাতালে মনোজ তিওয়ারি

দৈনিক পাঞ্জেরী
ডিসেম্বর ১৭, ২০১৪ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

monojস্পোর্টস ডেস্ক : কিছু দিন আগেই বাউন্সারে প্রাণ হারিয়েছেন ফিল হিউজ। এমন অঘটন শঙ্কা বাড়িয়ে দিয়েছে সবার। সে কারণে মনোজ তিওয়ারির হ্যালমেটে বলের আঘাতেও চিন্তিত হয়ে পড়েছেন তার ভক্তরা। আঘাতের পর মনোজ তিওয়ারিকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
কলকাতার ইডেন গার্ডেনে খেলার সময় আঘাত পেয়েছেন তিনি।  কর্ণাটকের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচের চতুর্থ দিনে অভিমন্যু মিঠুনের বল হেলমেটে লাগে মনোজের।
তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাংলার এই তরুণকে। তাই মনোজের এই চোটের পর আতঙ্কে আছে ক্রিকেট বিশ্ব। যদিও চোট গুরুতর কিছু বলে মনে করছেন না ক্লাব কতৃপক্ষ। এখন মেডিক্যাল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন সবাই। মনের অজানা আশঙ্কা যেন সত্যি না হয় সেই প্রার্থনাই করছেন সবাই।
উল্লেখ্য, মনোজ তিওয়ারি কলকাতা নাইট রাইডার্সের অন্যতম খেলোয়াড় ও বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বন্ধু। এছাড়া ভারতীয় জাতীয় দলের হয়ে ৯ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।