বিনোদন ডেস্ক : সংগীতে প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ফিজ আপ চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১৪ সিজন ফাইভ-এর মহাউৎসব হবে এবার কাতারে। ২ জানুয়ারি কাতারের দোহা আল-আরাবী ফুটবল স্টেডিয়ামে জাঁক-জমকপূর্ণ এই অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবারের ‘ফিজ আপ চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৪ এর চ্যাম্পিয়ানের নাম।। চূড়ান্ত প্রতিযোগিতায় লড়বে সেরা ৭ প্রতিযোগী।
এই আয়োজনের বিস্তারিত তুলে ধরতে ১৭ ডিসেম্বর দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, গ্লোব সফট ড্রিংকস-এর চেয়ারম্যান হারুন অর রশীদ, অনুষ্ঠানটির পরিচালক ইজাজ খান স্বপন প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা বলেন, প্রবাসীদের ভালো লাগার বিষয় চিন্তা করে এবং দেশের সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরতেই অনুষ্ঠানটি এবার কাতারে করা হবে। উদ্বোধনী মুহুুর্ত থাকবে থাকবে সেরা ৭ প্রতিযোগীর একক ও দ্বৈত পরিবেশনা। সেরা ৭ প্রতিযোগীকে উৎসাহিত করার জন্য দেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পীরা তাদের সঙ্গে দ্বৈত গান পরিবেশন করবেন।
অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করার জন্য থাকবে বিশেষ নৃত্য পরিবেশনা। ১লা জানুয়ারি ২০১৫ দেশের সংগীত, নৃত্য ও চলচ্চিত্র জগতের ৪০ জন প্রথম সারির শিল্পী, যন্ত্রশিল্পী, কলা-কুশলীসহ মোট ১৪০ জনের একটি দল দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
এবারের প্রতিযোগিতার প্রধান চার বিচারক- শাহনাজ রহমতউল্লাহ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, ইবরার টিপু। সংবাদ সম্মেলনে জানানো হয় কাতার যাবেন আইয়ুব বাচ্চু, সুবীর নন্দী, ফাহমিদা নবী, কনা, অপু বিশ্বাস, এস.আই.টুটুল, চিত্রনায়িকা দিতি, বিদ্যা সিনহা মীম, চিত্রনায়িকা মাহি, চিত্রনায়ক বাপ্পি, আরেফিন শুভ, তানিয়া আহমেদ, চিত্রনায়িকা রেসি, চিত্রনায়ক ইমন, চঞ্চল চৌধুরী, আবিদা সুলতানা, রফিকুল আলম, সেরাকণ্ঠ ঝিলিক, ক্ষুদে গানরাজ ঝুমা, মডেল নুসরাত ফারিয়া, লাক্স চ্যানেল আই সুপার স্টার নাদিয়া, হ্যান্ডসাম দি আল্টিমেটম্যান সাজ্জাদ ও আজাদ, মডেল মীম, মেহের আফরোজ শাওন, প্রতিযোগিতার ৭ শীর্ষ প্রতিযোগী প্রমুখ।