নিজস্ব প্রতিবেদক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে কৃষিবিদ এজেডএম মমতাজুল করিম গত ১৫ ডিসেম্বর সোমবার যোগদান করেছেন। এর আগে তিনি একই অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
্কৃষিবিদ এজেডএম মমতাজুল করিম বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৭৯ সালের ৪ জানুয়ারি খুলনা জেলার দৌলতপুরের থানা সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করেন।
মমতাজুল করিম ১৯৫৬ সালে যশোর শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত হাজী আব্দুল মজিদ এবং মাতা মৃত বেগম আনোয়ারা খাতুন। তিনি ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তানের রাওয়ালপিন্ডি সেন্ট্রাল গভর্মেন্ট হাইস্কুল থেকে এসএসসি, ১৯৭২ সালে যশোরের মাইকেল মধূসদন কলেজ থেকে এইচএসসি এবং ১৯৭৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) থেকে বিএসসি (কৃষি) সম্পন্ন করেন। চাকরি জীবনে তিনি উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। উন্নত জাতের ফলদ বৃক্ষ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৯০ সালে তিনি বঙ্গবন্ধু কৃষি পুরস্কার লাভ করেন। কর্মজীবনে পেশাগত দায়িত্ব পালনে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সফর করেন।
অত্যন্ত বিনয়ী, সৎ ও সদালাপী এই কর্মকর্তা ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রী ডা. নুরুন্নাহার বেগম।